Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২২, ০৯:৪৬ পিএম


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভবনের পাইলিং কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে উপজেলার মদনপুরে চান মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ৯টার দিকে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের দুজনের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার রামপুর গ্রামে। তারা নারায়ণগঞ্জের মদনপুরে একটি মেসে থাকতেন।

তাদের সহকর্মী মো. শফিক ও মাসুদ রানা বলেন, আমরা মদনপুর চান মার্কেটের পাশে পাইলিংয়ের কাজ করছিলাম। পাইলিংয়ের গর্তে জমে থাকা পানি সেচের জন্য সন্ধ্যায় বৈদ্যুতিক মোটর চালু করতে গেলে হৃদয় ও হানিফ বিদ্যুৎস্পৃষ্ট হন।

সঙ্গে সঙ্গে দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসএম

Link copied!