Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

ব্রাহ্মণপাড়া শিদলাই মাদ্রাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মরণোত্তর ও বিদায়ী সংবর্ধনা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

আগস্ট ২৮, ২০২২, ০৪:০৪ পিএম


ব্রাহ্মণপাড়া শিদলাই মাদ্রাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মরণোত্তর ও বিদায়ী সংবর্ধনা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই দারুল ইসলাম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দের মরণোত্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শনিবারে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

মরণোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীর আবদুল জাব্বার (রাহঃ), প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পীর আ.খ.ম আবদুল হান্নান (রাহঃ), শিক্ষক মোঃ শামছুল হুদা খাঁন, মোঃ  আবদুল মান্নন মোল্লা, মোঃ নজরুল ইসলাম মোঃ আজিজুর রহমানসহ মরণোত্তর ও বিদায়ী সংবর্ধনা সাবেক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দিন ভূঞা, মোঃ আবদুল খালেক, মোঃ সেকান্দর আলী, মোঃ হুমায়ুন কবির চৌধুরী, মোঃ আবদুস ছাত্তার, ক্বারী মোঃ জয়নাল আবেদীন, মোঃ গিয়াস উদ্দিন আহাম্মদ।

প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মোঃ ওমর ফারুক সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। বিশেষ অতিথি শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর। অনুষ্ঠানে মাদ্রাসার অবসরপ্রাপ্ত সকল শিক্ষক, কর্মচারীবৃন্দের মরোণোত্তর ও বিদায়ী সংবর্ধনা স্মারক "বরণীয়" ম্যাগাজিন উপস্থিত অতিথিবৃন্দ ও সকলের মাঝে বিতরণ করা হয়।

এছাড়াও প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সাবেক অধ্যক্ষকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।

এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব লায়ন মোস্তফা কামাল, সাবেক সভাপতি আলহাজ্ব শাহ আলম, আব্দুল কাদের সরকার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পীরজাদা মাওলানা মোস্তফিজুর রহমান, মাওলানা শহিদুল্লাহ ফারুকী, আলহাজ্ব আলী নোয়াব সরদার, শরীফুল আলম গিয়াস উদ্দিন আহাম্মদ, মাওলানা আতাউর রহমান, মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া, মাওলানা  শাহজাহান, মাওলানা মতিউর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মো. আমির হোসেন, অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহম্মেদ, মাওলানা অধ্যক্ষ কবির আহম্মেদ, মোহাম্মদ আবুল খায়ের, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা জাকির হোসেন বুলবুল, মাওলানা ফিরোজ আহমেদ, মাওলানা গোলাম জিলানী, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা আবু কাউছার আরমানসহ এলাকার সকল শ্রেণী পেশার লোকজনসহ ছাত্র শিক্ষক ও প্রাক্তন ছাত্র পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

কেএস 
 

Link copied!