Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোনার সীমান্ত থেকে বিপুল পরিমাণ সুপারি জব্দ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২২, ০৪:১৬ পিএম


নেত্রকোনার সীমান্ত থেকে বিপুল পরিমাণ সুপারি জব্দ

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে  ১৯ হাজার ৫৮৪ কেজি সুপারি জব্দ করা হয়েছে।

নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযানে রোববার রাতে উপজেলার লেংগুড়া সীমান্ত ফাঁড়ির আওতাধীন কালাপানি ও কাঠালবাড়ী এলাকা থেকে এসব সুপারি জব্দ করা হয়।

এসব সুপারির আনুমানিক মূল্য  ৮৮ লাখ ১২ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

চোরাচালান বিরোধী এ টাস্কফোর্স অভিযানের নেতৃত্ব দেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম। এ সময় নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া, লেংগুড়া সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মো. কামরুল ইসলামসহ ২৩ জন বিজিবি সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া কলমাকান্দা থানার এসআই লাবলু হোসেনসহ চার পুলিশ সদস্য এই অভিযানে তাদের সঙ্গে ছিলেন।

নেত্রকোনা বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া সোমবার এ তথ্য নিশ্চিত করে বলেন, জব্দকৃত সুপারিগুলো নেত্রকেনা কাস্টমস অফিসে জমা করা হবে।

কেএস 

Link copied!