Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আড়িয়াল খাঁ নদী থেকে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২২, ০৫:৩৫ পিএম


আড়িয়াল খাঁ নদী থেকে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদী থেকে ভেসে উঠা অর্ধগলিত অজ্ঞাতনামা এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের লঞ্চঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সকাল দশটার দিকে আড়িয়াল খাঁ নদীর মাদারীপুর শহরের লঞ্চঘাটের স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এখনোও লাশটির পরিচয় চিহ্নিত করা যায়নি। আমরা ধারণা করছি ১০-১৫ দিন আগে মহিলাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

কেএস 

Link copied!