Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঝিনাইদহে ১৩টি অবৈধ ডেন্টাল কেয়ার বন্ধ ঘোষণা

কে এস সালেহ, ঝিনাইদহ

কে এস সালেহ, ঝিনাইদহ

আগস্ট ২৯, ২০২২, ০৫:৩৯ পিএম


ঝিনাইদহে ১৩টি অবৈধ ডেন্টাল কেয়ার বন্ধ ঘোষণা

ঝিনাইদহে সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় নামসর্বস্ব অবৈধভাবে গড়ে উঠা ডেন্টাল কেয়ারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ টি অবৈধ ডেন্টাল কেয়ার বন্ধ করে দিয়েছে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: মিথিলা ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় রোববার বিকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সেসময় পাগলা কানাই এলাকায় ৩টি, অগ্নিবীণা সড়কে ৭টি ও আরাপপুর এলাকার ৩টি অবৈধ ডেন্টাল ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে ডা: মিথিলা ইসলাম ছাড়াও মেডিকেল অফিসার ডা: আসিফ আহমেদ, ডা: ফয়সাল আহমেদ ও সেনেটারী ইন্সটেক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাসহ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!