Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শরণখোলার লোকালয়ে উদ্ধার অজগর সুন্দরবনে অবমুক্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২২, ০৫:৪৪ পিএম


শরণখোলার লোকালয়ে উদ্ধার অজগর সুন্দরবনে অবমুক্ত

শরণখোলায় খুড়িয়াখালী গ্রাম থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বন থেকে একটি অজগর লোকালয়ে চলে আসে। খবর পেয়ে সোমবার (২৯ আগস্ট) বেলা এগারোটার দিকে বনরক্ষী ও ভিটিআরটি সদস্যরা উপজেলার খুড়িয়াখালী গ্রামের মাসুদ মুন্সির ঘেরের খেজুর গাছ থেকে অজগরটিকে ধরে শরণখোলা ফরেস্ট স্টেশন অফিসে নিয়ে যায়।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, লোকালয় থেকে উদ্ধার করা ৭ ফুট লম্বা অজগরটিকে সোমবার  দুপুরে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়েছে।

এসএম

Link copied!