Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সার যেনো ফুলপুরের বাইরে না যায়: ইউএনও শীতেষ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২২, ০৫:৪৬ পিএম


সার যেনো ফুলপুরের বাইরে না যায়: ইউএনও শীতেষ

ফুলপুরের সার যেনো ফুলপুরের বাইরে না যায় বলে সার ডিলারদের সতর্ক করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি শীতেষ চন্দ্র সরকার।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে ময়মনসিংহের ফুলপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এ সরকারের আমলে দেশের কোথাও সারের কোনো ঘাটতি কখনো হয়নি এবং এখনোও নেই। সুতরাং কৃত্রিম সার সংকট দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কেউ বেশী দামে সার বিক্রি করলে জনস্বার্থে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবীব, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা বিএডিসি ও বিসিআইসি ডিলারবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

এছাড়াও সভায় ফুলপুর প্রেসক্লাব সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির মুকুল, নুরুল আমিন, এটিএম রবিউল করিমসহ ফুলপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন।

এআই 

Link copied!