Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

টঙ্গীবাড়ীতে অধিক মূল্যে সার বিক্রি, জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২২, ০৬:০৯ পিএম


টঙ্গীবাড়ীতে অধিক মূল্যে সার বিক্রি, জরিমানা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অধিক মূল্যে সার বিক্রি করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ এর অভিযানে ২ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার টঙ্গীবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় দেখা গেছে, দোকান দুটিতে মূল্য তালিকা প্রদর্শন না করে এবং সরকার নির্ধারিত মুল্যেও চেয়ে অধিক মূল্যে সার বিক্রি করা হচ্ছে।

ইউরিয়া সারের বিক্রয় মূল্য প্রতি কেজি ২২ টাকা হলেও কৃষকদের কাছ থেকে প্রতি কেজিতে ৬-৮ টাকা বেশি নিচ্ছিল দোকান দুইটি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রাজিব এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা এবং মেসার্স মোল্লা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।

কেএস 

Link copied!