Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাদারীপুরে জেলা সদর হাসপাতালে দুদকের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২২, ০৭:০০ পিএম


মাদারীপুরে জেলা সদর হাসপাতালে দুদকের অভিযোগ

মাদারীপুর জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় দুদকের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দালালচক্রের সদস্যরা।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মাদারীপুর সমন্বিত অফিসের সহকারী পরিচালক মো. আকতারুজ্জামান জানান, জেলা সদর হাসপাতালে রোগীদের প্রতিনিয়ত হয়রানী করা হচ্ছে এবং প্রতারিত করা হচ্ছে বিষয়টি দুদকের জরুরী ১০৬ নাম্বারে কল দিয়ে অভিযোগ জানান এক রোগী। পরে প্রধান কার্যালয়ের নির্দেশনায় সদর হাসপাতালে অভিযানে আসে মাদারীপুর জেলা কার্যালয়ের দুদকের কর্মকর্তা। এ সয়য় দুদক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দালালচক্র। পরে জেলার সিভিল সার্জন কার্যালয়ের স্টোর রুমের মজুদ করা ওষুধপত্রের সত্যতা যাছাই করে তারা।

সহকারী পরিচালক মো. আকতারুজ্জামান আরো জানান, অভিযান চলাকালে রোগীদের সাথে অসদাচরণ, কেবিন ও সীট পেতে উৎকোচ গ্রহণ, অফিস টাইমে চিকিৎসক না থাকাসহ হাসপাতালের বেশকিছু ত্রুটি পাওয়া গেছে। যা ব্যবস্থা গ্রহণের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে সুপারিশ করা হবে। রোগীদের মানসম্মত সেবা দেয়ার লক্ষ্যে নিয়মিত এই অভিযান চলবে বলেও জানান তিনি।

এসএম

Link copied!