Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ডোমারে পৌর ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২২, ০৭:১৬ পিএম


ডোমারে পৌর ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সহ সকল শহীদ এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ ছাত্রলীগ ডোমার পৌর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

ডোমার পৌর শাখা ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি অভিজিৎ সর্বজ্ঞ পাপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনুরাগ সাহা পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী।

জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল শাহ আপেল, জেলা ছাত্রলীগ সম্পাদক মাসুদ সরকার, যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুজ্জামান রুবেল ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ কুমার আগর ওয়ালা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পৌর ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ গ্রহণ করেন।

এসএম

Link copied!