Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

শপথ নিলেন রাণীশংকৈলে উপজেলার তিন ইউপি চেয়ারম্যান

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

আগস্ট ২৯, ২০২২, ০৭:৩৪ পিএম


শপথ নিলেন রাণীশংকৈলে উপজেলার তিন ইউপি চেয়ারম্যান

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার অসমাপ্ত ৩টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ এর নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহবুবুর রহমান নবনির্বাচিত তিন চেয়ারম্যানকে এই শপথ বাক্য পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ ও ৩  ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ। শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক সকল চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। এছাড়াও চেয়ারম্যানদের করনীয় বিভিন্ন কাজ সম্পর্কে তাদের অবগত করেন জেলা প্রশাসক।

উল্লেখ্য যে, গত ২৭ জুলাই ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার অসমাপ্ত তিনটি ইউনিয়ন (হোসেন গাঁও, নন্দুয়ার ও বাচোর) পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তিনটিতেই আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মতিউর রহমান মতি, আব্দুল বারী ও শ্রী জিতেন্দ্র নাথ বর্মণ জয়লাভ করেন।

এসএম

Link copied!