Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খুলনাসহ ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

খুলনা প্রতিনিধি

খুলনা প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২২, ০২:১১ পিএম


খুলনাসহ ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

খুলনায় ব্যবসায়ীরা জ্বালানি তেল বিক্রির কমিশন, ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৮টা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় সরবরাহ বন্ধ রয়েছে।

বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন জানান, খুলনার খালিশপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে সকাল ৮টা থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখা হয়েছে। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলা এবং বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

তিনি বলেন, তারা বেশ কিছুদিন ধরে ট্যাংক-লরি ভাড়া ও জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু বৃদ্ধি না করে সোমবার রাতে তা আরও কমানো হয়েছে। এর প্রতিবাদে তারা ধর্মঘট করছেন।

জ্বালানি তেল ব্যবসায়ীরা জানান, সোমবার রাতে জ্বালানি তেলের মূল্য ৫ টাকা কমানো হয়েছে। সেই সঙ্গে জ্বালানি তেল বিক্রির কমিশন লিটারে ১৩ পয়সা এবং ট্যাংক-লরি ভাড়া ৩ পয়সা কমানো হয়েছে।

কেএস 

Link copied!