Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খাগড়াছড়িতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

আগস্ট ৩০, ২০২২, ০৪:৪৯ পিএম


খাগড়াছড়িতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে পানছড়ি থানা পুলিশ। গ্রেপ্তার কৃত আসামি মো: মহি উদ্দিন প্রকাশ (মহিন-মুন্না) পানছড়ি উপজেলার শনটিলা গ্রামের মুকবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (৩০ আগস্ট) আড়াইটার দিকে খাগড়াছড়ি সদর থানাধীন চৌধুরী হোটেল থেকে পানছড়ি থানার ৫টি গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: আনচারুল করিমের নেতৃত্বে সদর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনার সময় পানছড়ি থানার উপ-পরির্দশক (এসআই) অনিক, উপ-পরির্দশক মো: নাজমুল সহকারি উপ-পরির্দশক (এএসআই) মো: কামরুল, সহকারি উপ-পরির্দশক (এএসআই) মো: ফারুক, সহকারি উপ-পরির্দশক মো: মঞ্জুর।

পানছড়ি থানা পুলিশ জানান, গ্রেপ্তার মহি উদ্দিনের নামে খাগড়াছড়ি সদর থানায় মামলা রয়েছে মামলা নং- ০৪/১৭ ধারা ৩৯৪ দন্ড বিধি (১০ বছরের সাজাপ্রাপ্ত) জিআর মামলা নং -৩৫৯/১৭ধারা ১০৯ দন্ডবিধি পরোয়ানাভুক্ত আসামি, জিআর মামলা নং-২৯৪/১৮ ধারা দ্রুত বিচার আইনে ৪/৫সংক্রান্ত পরোয়ানাভুক্ত আসামি, জিআর মামলা নং-২৮৭/১৭ ধারা ৩০ দন্ডবিধি সংক্রান্ত পরোয়ানা আসামি, জিআর মামলা নং-৪২৫/২০ধারা ৩৯৪ দন্ডবিধি সংক্রান্ত পরোয়ানাভুক্ত আসামি।

উল্লেখ্য, সে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কুমিল্লা ফেনী নোয়াখালী জেলা সহ অন্যান্য আশপাশের জেলায় ছিনতাই করে জীবিকা নির্বাহ করে। চট্টগ্রামের চকবাজার এবং বায়েজিদ থানায়  তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

কেএস 

Link copied!