Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সিরাজদীখানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২২, ০৫:২৫ পিএম


সিরাজদীখানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের পাইনারচর গ্রামে এক কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার সকালে ধর্ষনের শিকার কিশোরীর মা বাদী হয়ে সিরাজদীখান থানায় মামলা দায়ের করেন। পরে দুপুরে পাইনারচর গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক মো. ইসমাইলকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। সে ওই গ্রামের আশ্রয়ন প্রকল্পের মো. মনিরের ছেলে।

ধর্ষনের শিকার কিশোরীর পরিবার ও পুলিশ জানান, পাইনারচর গ্রামের আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারের ওই কিশোরীর চলাফেরায় সন্দেহের সৃষ্টি হয়। কয়েকদিন আগে স্বজনদের চাপের মুখে কিশোরী মুখ খুলতে বাধ্য হয়।

এসময় কিশোরী জানায় প্রতিবেশী ইসমাইল তাকে দিনের পর দিন ধর্ষণ করে আসছে। এতে পরিবারের লোকজন ইসমাইলের মায়ের সঙ্গেও কথা বলেন। কিন্তু ইসমাইলের পরিবার উল্টো হুমকি ধামকি প্রর্দশন করে।

সিরাজদীখান থানার ওসি একেএম মিজানুল হক জানান, ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে সকালে থানায় মামলা দায়ের করেন। পরে দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ। বিকেলে গ্রেপ্তারকৃত ইসমাইলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এআই 
 

Link copied!