Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মহম্মদপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২২, ০৫:৪৭ পিএম


মহম্মদপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা মহম্মদপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমৃদ্ধির যাত্রায় বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ সম্প্রদায়িক সম্প্রীতি গুজব দেশবিরোধী অপ্রচার বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে।

অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা  পরিষদের চেয়ারম্যান  অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি। উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল এর- সভাপতিত্বে, জেলা তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিম এর সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন, আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি জি এম শওকত বিপ্লব রেজা, উপজেলা  মহিলা বিষয় কর্মকর্তা মোছা: তাহমিনা আফরোজ।

অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, দীঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সাজ্জাদ আলী, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাম তৈয়েবুর রহমান তোরাপসহ নারীরা সমাবেশে অংশগ্রহণ করেন। এ-সময় প্রেসক্লাব মহম্মদপুরের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসএম

Link copied!