Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খুলনায় লরি মালিক ও ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

খুলনা প্রতিনিধি

খুলনা প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২২, ০৫:৫৮ পিএম


খুলনায় লরি মালিক ও ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

জ্বালানি তেল বিক্রির কমিশন এবং ট্যাংক-লরির ভাড়া কমানোর প্রতিবাদসহ তিন দফা দাবিতে খুলনার তিনটি ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংক-লরি মালিকরা। বিকেল ৫টার দিকে এই ধর্মঘট স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জ্বালানি তেল বিক্রির কমিশন এবং ট্যাংকলরি ভাড়া কমানোর প্রতিবাদে আজ সকাল ৮টা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে ধর্মঘট শুরু করা হয়। প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালের এই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

আগামীকাল বুধবার সকাল থেকে যথারীতি তেল উত্তোলন ও সরবরাহ করা হবে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।  

এর আগে ব্যবসায়ীরা জানিয়েছিলেন, সোমবার রাতে জ্বালানি তেলের দাম ৫টাকা কমানো হয়েছে। সেই সঙ্গে জ্বালানি তেল বিক্রির কমিশন লিটারে ১৩ পয়সা এবং ট্যাংক-লরি ভাড়া ৩ পয়সা কমানো হয়েছে। যার প্রতিবাদে আজ সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরিতে তেল পরিবহন ও সরবরাহ বন্ধ রাখা হয়।

এসএম

Link copied!