Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শাহজাদপুরে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২২, ০৭:০৩ পিএম


শাহজাদপুরে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগ। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি শ্রিফলতলা বাজার থেকে শুরু হয়ে বেলতৈল ইউনিয়ন পরিষদের রাস্তার দিকে এগিয়ে আবার শ্রিফলতলা এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মাজেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক এডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কৈজুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসী তাণ্ডবলীলা, পেট্রোল বোমা, সিরিজ বোমা হামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিষয়ে দেশবাসী অবগত। দেশের মানুষ আর তাদের চায় না। এজন্য বিএনপি জামায়াত জনবিচ্ছিন্ন সাইনবোর্ড সর্বস্ব দলে পরিণত হয়েছে। অতীতের মতো তারা যেনো আর কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য শাহজাদপুরে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা রাজপথে রয়েছে।

এসএম

Link copied!