Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বোয়ালমারীতে ইয়াবাসহ আটক ১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২২, ০২:৫৭ পিএম


বোয়ালমারীতে ইয়াবাসহ আটক ১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের নদেরচাঁদ বাজার ব্রিজের সামনে থেকে বুধবার (৩১ আগস্ট) দুপুরে ১২০ পিস ইয়াবাসহ ছলেমান শেখ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।

ছলেমান শেখ পাশের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামের মৃত সিরাজুল শেখ অরফে ছিরু শেখের ছেলে। আটককৃত মাদক ব্যবসায়ীর নামে মাদক মামলা প্রক্রিয়াধীন।

এসআই মামুন ইসলাম জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নদেরচাঁদ বাজার এলাকায় অভিযান চালিয়ে নদেরচাঁদ ব্রিজের সামনে থেকে ছলেমান শেখকে আটক করি। এ সময় তার মানিব্যাগের মধ্যে থাকা ১২০ পিস ইয়াবা উদ্ধার করি।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, বুধবার দুপুরে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ছলেমান শেখকে আটক করা হয়েছে। তার নামে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএম

Link copied!