Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হোসেনপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২২, ০৪:২৯ পিএম


হোসেনপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

জ্বালানি তেল, গ্যাস, পরিবহনের ভাড়া বৃদ্ধি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় গুলিতে নিহত নূরে আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা সদরের গো-হাটা মাঠে সমাবেশের আয়োজন করে হোসেনপুর উপজেলা ও পৌর বিএনপি।

উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসমাইল হোসেন, জেলা বিএনপি নেতা শরীফুল ইসলাম,  সাবেক জিএস খসরুজ্জামান শরীফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, এডভোকেট মনিরুল হক রাজন, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হকারদের  শফিক, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ সাবেক গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম হিমেল প্রমুখ।

ব্যক্তরা বলেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবে না বিএনপি।

এসএম

Link copied!