Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাকুন্দিয়ায় শিয়ালের কামড়ে আহত ৮

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২২, ০৪:৪৭ পিএম


পাকুন্দিয়ায় শিয়ালের কামড়ে আহত ৮

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শিয়ালের কামড়ে ৮ জন আহত হয়েছেন। এ ছাড়া শিয়ালের কামড়ে একটা ছাগল ও দুটি গরু আহত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সকাল দশটার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া ও ঘাগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করে কোদালিয়া গ্রামে পাগলা শিয়ালে গ্রামে হানা দেয়। এসময় কোদালিয়া গ্রামের পশ্চিম পাড়ার  নজরুল ইসলামের স্ত্রী লাভলী (৪২) শিয়ালের গুরতর আহত হয়। তাঁর চিৎকারে পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও একই এলাকার জহুরুল ইসলামের মেয়ে মোছা. জান্নাতুল (২), শরিফ মিয়ার স্ত্রী মুন্নী (২১) শাফি উদ্দিনের ছেলে জাকির (৩০) কোদালিয়া পূর্ব পাড়ার প্রবাসী  আজিজুল হক(৩৫), মোঃ আলমের ছোট ছেলে সাব্বির (১০), সিরাজ উদ্দিনের মাতা জুলেখা (৭৫) ঘাগড়া গ্রামের রুদিয়াপাড়ার নজরুল ইসলামের স্ত্রী মাসুদা (৩৫) কে কামড়ায় শিয়াল। আহত মোছা. জান্নাতুল, মুন্নী, মাসুদা, জাকিরকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

কোদালিয়া গ্রামের বাসিন্দা শেখ মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, পাগলা শিয়ালের কামড়ে কোদালিয়া গ্রামের পশ্চিম পাড়ার চারজন ও পূর্ব পাড়ার তিনজন এবং ঘাগড়া গ্রামের রুদিয়াপাড়ার একজন সহ মোট ৮ জন আহত হয়েছেন। এ ছাড়া একটা ছাগল, দুটি গরুকে কামড় দিয়েছে শিয়াল। গ্রামজুড়ে পাগলা শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী মিলে পাগলা শিয়ালটি মেরে ফেলেছেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডা. ফারুক প্রদান জহুরুল ইসলামের মেয়ে মোছা. জান্নাতুল (২), শরিফ মিয়ার স্ত্রী মুন্নী (২১) শাফি উদ্দিনের ছেলে জাকির (৩০) ঘাগড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী (৩৫) কে চারজন কে জলাতঙ্কের টিকা প্রদান করেন।

এসএম

Link copied!