Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মঠবাড়িয়ায় গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি

মঠবাড়িয়া প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২২, ০৫:২০ পিএম


মঠবাড়িয়ায় গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ উন্নয়নের অবকাঠামোর অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশের হাতে বাই সাইকেল তুলে দেয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যক্ষ আজীম উল হক প্রমুখ।

বড় মাছুয়া ইউনিয়ন গ্রাম পুলিশ প্রধান (দফাদার) মো. আলাউদ্দিন, তুষখালীর গ্রাম পুলিশ মো. সাফায়েত হোসেন, সাপলেজার মো. জামাল হোসেন, ধানী সাফার মোঃ শহিদুল ইসলাম বলেন, বাই সাইকেল তাদের চলার পথ সহজ করে দিবে। গ্রামীণ সকল খবর দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করতে পারবেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, স্থানীয় সরকার গ্রামীণ উন্নয়নের অবকাঠামোর অংশ হিসেবে গ্রাম পুলিশের হাতে বাই সাইকেল তুলে দেয়া হয়েছে। বাই সাইকেলে গ্রাম পুলিশের চলাচল অনেক সহজ হবে। এ সদস্যরা এখন থেকে অতি সহজে গ্রামীণ সকল খবর সংগ্রহ করতে পারবেন এবং উপজেলা প্রশাসনকে অবহিত করতে পারবেন।

উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গ্রাম উন্নয়নে কাজ করছেন। গ্রাম পুলিশরা স্থানীয় সরকারের প্রতিনিধি। বাই সাইকেলের মাধ্যমে তারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় খবর সংগ্রহ করতে পারবেন।

এসএম

Link copied!