Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভেড়ামারায় বিভিন্ন বিদ্যালয়ে বেঞ্চ প্রদান

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২২, ০৫:৫৭ পিএম


ভেড়ামারায় বিভিন্ন বিদ্যালয়ে বেঞ্চ প্রদান

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) জাইকার আওতায় ভেড়ামারা উপজেলা পরিষদের মাধ্যমে উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৪৩ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। এছাড়াও দুটি বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল প্রজেক্টর প্রদাb করা হয়। গতকাল দুপুরে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট এসব বেঞ্চ হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার, পৌরমেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা প্রকৌশলী আবুল হাসেম, জাইকার উপজেলা ফ্যাসিলিটিজ কর্মকর্তা (ইউ ডিএফ) উত্তম কুমার বিশ্বাস, উপজেলা আইসিটি কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।

এসএম

Link copied!