Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পেকুয়ায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২২, ০৯:০৭ পিএম


পেকুয়ায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর পুকুর থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইসমাইল (৫) ওই এলাকার মো. ইদ্রিসের ছেলে ও স্থানীয় একটি ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

নিহতের পিতা পেকুয়া বাজারের স্ক্যাপ ব্যবসায়ী মো. ইদ্রিস বলেন, দুপুর থেকে ছেলে ইসমাঈলকে খোঁজে পাচ্ছিনা। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার কোন সন্ধান পায়নি। শেষে বিভিন্ন জায়গায় ছেলে নিখোঁজের মাইকিং করি। পরে রাত ১০টার দিকে পাশের রফিক আহমদের পুকুরে তার মরদেহ পাওয়া গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, শিশু নিখোঁজের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়। মাইকিংও করা হয়েছে। রাতে নিহতের পিতা ইদ্রিস একটি পুকুর থেকে ছেলের লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে শিশু ইসমাঈলের অকাল মৃত্যুতে পরিবারে  শোকের ছায়া নেমে এসেছে।

এসএম

Link copied!