Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাণীশংকৈলে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২২, ০৯:৩৮ পিএম


রাণীশংকৈলে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩১ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম,শরৎচন্দ্র রায়,আবুল কাশেম ও নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, জিতেন্দ্র নাথ রায় ও মতিউর রহমান। 

এছাড়াও রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ও অন্যান্য কর্মকর্তা এবং প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ মাসিক সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম উপজেলার নব-নির্বাচিত তিন চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

এসএম

Link copied!