Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অবৈধ ১৫ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি

আগস্ট ৩১, ২০২২, ০৯:৫১ পিএম


অবৈধ ১৫ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নেত্রকোনা শহরে লাইসেন্স বিহীন পরিচালিত ১৫ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার বিকালে জেলা শহরে থাকা একটি হাসপাতাল ও পাঁচ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। এর আগের দিন মঙ্গলবার শহরের আরও ৯ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।

বুধবার সিলগালা করা প্রতিষ্ঠানগুলে হলো- রায়হান ডায়াগনস্টিক, সুরক্ষা ডায়াগনস্টিক, মেডিকেয়ার প্যাথলজি, ইউনাইটেড ডিজিটাল ডায়াগনস্টিক,  নাহার ডায়াগনস্টিক সেন্টার ও  সুরক্ষা হাসপাতাল।

সিভিল সার্জন  ডা. মো. সেলিম মিঞা নেতৃত্বে এ অভিযানে ডা. মেডিকেল অফিসার প্রজ্ঞা সরকার,  সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো. আমজাদ হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল হক সঙ্গে ছিলেন।

এসএম

Link copied!