Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

হিলিতে

পেঁয়াজের দাম কমছে, কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৬ টাকায়!

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২২, ১১:৫৪ এএম


পেঁয়াজের দাম কমছে, কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৬ টাকায়!

দিনাজপুরের হিলি বন্দরের পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ ১৬ থেকে ১৮ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। ভারত থেকে আমদানি বাড়ায় ও বেচাবিক্রি কম হওয়ায় পেঁয়াজের দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হিলি বন্দর বাজার ঘুরে জানা যায়, চার দিনের ব্যবধানে ৬ থেকে ৮ টাকা কমেছে কেজিপ্রতি পেঁয়াজের দাম। প্রকার ভেদে ২৪ টাকার ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৬ ঘেকে ১৮ টাকা কেজি দরে। হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি ক্রেতা-বিক্রেতরা।

বাজারে পেঁয়াজ কিনতে আসা রমজান আলী বলেন, কয়েকদিন আগেই ২৪ টাকা কেজি দরে পেঁয়াজ নিয়েছিলাম। বুধবার ১৮ টাকা দরে পেঁয়াজ কিনলাম। পেঁয়াজের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় সবজি ও চালের দাম কমলে খুবি ভালো হতো।’

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, ‘পেঁয়াজের আমদানি বেড়েছে, আবার বেচাবিক্রি বর্তমানে অনেক কম তাই নিত্যপ্রয়োজনীয় এ খাদ্য পণ্যটির দাম কমে গেছে। আমরা ১৬ টাকা আর ১৮ টাকা কেজি দরে বস্তা বিক্রি করছি।’

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, ‘দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি চলমান রয়েছে। বর্তমান চাহিদা তুলোনায় আমদানি বাড়ায় পেঁয়াজের দাম অনেক কমে গেছে।’

এআই

Link copied!