Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা ডা. চাঁন মিয়া ইন্তেকাল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২২, ০১:৫২ পিএম


নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা ডা. চাঁন মিয়া ইন্তেকাল

টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম চাঁন মিয়া (৭৪) গতকাল বুধবার (৩১ আগস্ট) বার্ধক্যজনিত কারণে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলার সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন।

মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানগণ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তার সংসারে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এসএম

Link copied!