Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

নীলফামারীতে ওএমএস খাদ্যশস্য বিক্রয় শুরু

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

সেপ্টেম্বর ১, ২০২২, ০৬:৪১ পিএম


নীলফামারীতে ওএমএস খাদ্যশস্য বিক্রয় শুরু

নীলফামারীতে ৩০টাকা কেজি দরে ওএমএস ও টিসিবির সমম্বয় সাধনের মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় কর্মসূচি বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। জেলা শহরের মশিউর রহমান ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বিক্রয় কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

নীলফামারী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন খাদ্য বিভাগের ওএমএস ডিলার মোরসালিন সরকার।

জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুইয়া বলেন, জেলায় ১৯জন ডিলারের মাধ্যমে সপ্তাহে ৫দিন ৩৮মেট্রিক টন চাল বিক্রয় করা হবে ১৫হাজার দুই’শ জন মানুষের মাঝে। একজন ডিলার দুই টন করে চাল বিক্রি করবেন চার’শ জনের কাছে। আগামী তিন মাস এই কর্মসূচি চলমান থাকবে।

কেএস 

Link copied!