Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

নওগাঁর মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করায় যুবক আটক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২২, ০৭:২০ পিএম


নওগাঁর মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করায় যুবক আটক

নওগাঁর মান্দায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় জয়দেব কুমার হাজরা (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার ঘাটকৈর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক যুবক মান্দা সদর ইউপির বৈলশিং হিন্দুপাড়া গ্রামের দ্বিপেন্দ্রনাথ হাজরার ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে এক বন্ধুর সাথে বিজ্ঞান ভিত্তিক আলোচনা সমলোচনা করেন। পরে তার সাথে ধর্ম নিয়ে আলোচনা শুরু করেন। এক পর্যায়ে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে কটুক্তি করে গালি-গালাজ করেন।

বিষয়টি পর্যায়ক্রমে বিস্তার লাভ করায় ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয়রা তাকে ঘাটকৈর বাজারে আটক করে। পরে অবস্থা বেগতিক দেখে পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জনগণের হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

এমন ঘটনার জন্য ধর্মপ্রাণ মুসলমানসহ সকল ধর্মের অনুসারীরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, জয়দেবকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

টিএইচ

Link copied!