Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

তিস্তার পানি বেড়েছে আবারও

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১, ২০২২, ০৭:৩০ পিএম


তিস্তার পানি বেড়েছে আবারও

কয়েক সপ্তাহ আগে বেড়ে যাওয়া তিস্তার পানি কমতে থাকলেও উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে ফের বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪ জলকপাট খুলে রেখেছে ব্যারেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৭০ সেন্টিমিটার।

বর্তমানে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা।

তিনি বলেন, উজানের ঢল ও ভারতের বৃষ্টিপাতের ফলে আবারো তিস্তার পানি বেড়েছে৷ পানি আরও বাড়তে পারে। তবে পানি উন্নয়ন বোর্ড সজাগ আছে।

এদিকে পানি বাড়ায় নীলফামারীর ডিমলা, জলঢাকার উপজেলার নিচু এলাকা গুলোতে পানি ঢুকতে শুরু করলে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান ইউনিয়ন চেয়ারম্যানরা।

এবি

Link copied!