Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খোকসায় ওএমএসের চাল বিক্রি শুরু

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ১, ২০২২, ০৭:৫৬ পিএম


খোকসায় ওএমএসের চাল বিক্রি শুরু

ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি উদ্বোধন হয়েছে। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে খোকসা পৌরসভা এলাকায় চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।

তিনি বক্তব্যে বলেন, খোলা বাজারে চাল বিক্রি প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ সফল করার জন্য আমি সকলের সহযোগিতা কামনা করি। যারা আপনারা চাল ক্রয় করতে আসবেন, অবশ্যই সাথে জাতীয় পরিচয় পত্র নিয়ে আসেবন। যারা খাদ্য বিভাগের দায়িত্ব রয়েছেন তারা অবশ্যই তদারকি করবেন। এই কার্যক্রমে যেন কোন রকম অনিয়ম না হয়।

তিনি আরো বলেন, সারাদেশেই আজ এই কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার পৌর এলাকায় তিনটি ওয়ার্ডে প্রান্তিক জনসাধারণের জন্যে ৩০ টাকা দরে চাল বিক্রি করা হবে। এক্ষেত্রে টিসিবির কার্ডধারীদেরকে ওএমএস এর ন্যায় ন্যায্যমূল্যে প্রতি মাসে দুইবার ৫ কেজি করে ১০ কেজি চাল প্রদান করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান সেলিম রেজা, মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সহ খোকসা থানা পুলিশ ও খাদ্য অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!