Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ওয়ারিশ সনদ দিতে ঘুষ আদায়, দুদকের অভিযান

আজিজুল হক, চট্টগ্রাম

আজিজুল হক, চট্টগ্রাম

সেপ্টেম্বর ১, ২০২২, ০৮:৫৪ পিএম


ওয়ারিশ সনদ দিতে ঘুষ আদায়, দুদকের অভিযান

ওয়ারিশ সনদপত্র ও জন্ম নিবন্ধন পাওয়া যেন সোনার হরিন। এগুলো করতে নির্দিষ্ট ফি ছাড়া অতিরিক্ত উৎসুক দিতে হয়। ওয়ারিশ সনদপত্র দিতে ঘোষ লেনদেনের অভিযোগ পেয়ে চট্টগ্রামের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটির কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর ও কাউন্সিলর জানান, এই বিষয়ে আমি কিছুই জানতাম না।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. এনামুল হকের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাথে ছিলেন উপ-সহকারী পরিচালক মো. হামেদ রেজা। অভিযানকালে সনদপত্র প্রদানের সময় অফিস সহকারী শাহেদ ও জসিম টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেন। তবে বিষয়টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম (বিউটি) জানেন না বলে দুদকের কাছে বলেন।

দুদকের সহকারী পরিচালক এনামুল হক বলেন, ১১, ২৫ ও ২৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ওয়ারিশ সনদ দিতে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অফিস সহায়ক শাহেদ ও জসিমকে টাকা নেওয়ার বিষয়টি জিজ্ঞেস করা হলে তারা প্রথমে চুপ থাকেন। পরে বিষয়টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বেগমকে (বিউটি) জানানো হয়। অফিসের সহায়ক জসিম ও শাহেদ সনদ দিতে টাকা নেওয়ার বিষয়ে তিনি অবগত ছিলেন না। আজকের অভিযানের বিষয়ে দুদক কার্যালয়ে লিখিতভাবে জানানো হবে।

কেএস

 

Link copied!