Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের সদস্য নিহত

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২২, ১২:৩২ পিএম


খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের সদস্য নিহত

খাগড়াছড়ি জেলার গুইমারায় দুর্বৃত্তের গুলিতে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ী আঞ্চলিক সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের আঞ্চলিক কমান্ডার অংথোয়াই মারমা প্রকাশ আগুন (৫০) নিহত হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে উপজেলার দুর্গম দেওয়ানপাড়ার ধর্মঘরের অদূরে এ ঘটনা ঘটে।

নিহত অংথোয়াই উপজেলার পূর্ব যৌথখামার এলাকার বাসিন্দা কংলোঅং মারমার ছেলে।

তিনি দীর্ঘদিন যাবৎ সংগঠনটির গুইমারা ইউনিটের দায়িত্বে ছিলেন এবং তিনি স্থানীয়দের কাছে গুইমারার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন।

খবর পেয়ে গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রশীদের এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে চায়নার তৈরী একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

জানা গেছে, ইউপিডিএফের একটি সূত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সকালে ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ান পাড়া নামক স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পর পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গুইমারা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তারা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল নিশ্চিত করছেন, লাশটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া কে বা কারা এ ঘটনা ঘটিয়েছেন এ বিষয়ে বিস্তারিত তথ্য তদন্ত শেষে বলা যাবে বলে জানান তিনি।

টিএইচ 

Link copied!