Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২২, ০২:৪২ পিএম


গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ আসলাম হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বিলশা পূর্ব পাড়া গ্রামের মৃত-মোজাহার আলীর ছেলে।

এলাকা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে বিলশা গ্রামের নিজ বাড়িতে টিউবওয়েল মেরামত করার সময় অসাবধানতা বসত বিদ্যুতের তারের সাথে টিউবওয়েলের লৌহার পাইব লেগে ঘটনাস্থলেই তিনি চিৎকার দিয়ে পরে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প্রস্তুতি কালেই তার মৃত্যু হয়।

বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মতিন বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কেএস 

Link copied!