Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঠিক সময়ে ডকুমেন্ট না দেওয়ায় পচে গেছে ২০০ টন পেঁয়াজ

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

সেপ্টেম্বর ২, ২০২২, ০৮:০০ পিএম


ঠিক সময়ে ডকুমেন্ট না দেওয়ায় পচে গেছে ২০০ টন পেঁয়াজ

সরবরাহকারী প্রতিষ্ঠান ঠিক সময়ে ডকুমেন্ট না দেওয়া পচে গেছে ২শ টন পেঁয়াজ। এক মাস দেরিতে ডকুমেন্ট পৌঁছানোর ফলে পিয়াজগুলো পচে গেছে। যার প্রতি কেজি বিক্রয় মূল্য ২০ টাকা। পচা পেয়াজের সম্পূর্ণ দায়ভার সরবরাহকারী প্রতিষ্ঠানের দৈনিক আমার সংবাদকে এমন মন্তব্য করেন টিসিবি চট্টগ্রাম অফিসের প্রধান জামাল উদ্দিন।

চট্টগ্রাম বন্দর দিয়ে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য আমদানি করা পেয়াজের মধ্যে ২শ টন পেয়াজ পচে যায়। তা টিসিবির সংলগ্ন ময়লার ডিপোতে ফেলে দিলে দুর্গন্ধে সৃষ্টি হয়েছে জনভোগান্তি। এতে স্থানিয়রা ক্ষিপ্ত হলে মাটিতে পুঁতে ফেলার কাজ শুরে করেন টিসিবি।

উল্লেখ্য, আগস্ট মাসে মোট ১১ লটে দুই হাজার ৮০০ টন পেঁয়াজ কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। বিভিন্ন ধাপে সেগুলো চট্টগ্রাম বন্দর থেকে সরবরাহকারী প্রতিষ্ঠান খালাস করে। কিন্তু শেষের দিকের ৯টি কনটেইনারে পচা পেঁয়াজ পাওয়া যায়।

চট্টগ্রাম টিসিবি জানিয়েছে, বাকি কনটেইনারের পেঁয়াজ ভালো ছিল। পচাগুলো বাছাই করে ফেলে দেওয়া হয়েছে। তুরস্ক থেকে আমদানি করে টিসিবিকে পেঁয়াজ সরবরাহের দায়িত্ব ছিল দেশি সরবরাহকারী ঢাকাভিত্তিক কিং স্টার করপোরেশনের।

কেএস 

Link copied!