Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধামরাইয়ে বিএনপির মিছিল

আব্দুল কাদের, ধামরাই

আব্দুল কাদের, ধামরাই

সেপ্টেম্বর ৩, ২০২২, ০২:৪৯ পিএম


ধামরাইয়ে বিএনপির মিছিল

জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎসহ সকল দ্রব্য মূল্যের উর্দ্ধগতি ও বিএনপি নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ধামরাই থানা বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় ধামরাই থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শুরু করার কয়েক মিনিট পরই ধামরাই থানা পুলিশের বাধার মুখে বন্ধ হয়ে যায় মিছিল। পরে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন স্থানীয় বিএনপি।

ধামরাই থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের নের্তৃত্বে বিক্ষোভ মিছিলটি ধামরাই পৌর এলাকার ধামরাই বাজার রোডে প্রবেশ করতে চাইলে ধামরাই থানা পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের বাকবিতণ্ডা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধামরাই থানা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক, পৌর বিএনপির সাধারন সম্পাদক আশিকুজ্জামান স্বপন সহ আরো অনেকে।

কেএস

Link copied!