Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২২, ০৩:৩৫ পিএম


জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার কল-কারখানা, গভীর-অগভীর নলকূপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালাই উপজেলার বিনোইল গ্রামের সাইদুর রহমান, বেগুন গ্রামের আব্দুল জলিল, গোবিন্দগঞ্জ উপজেলার পুইয়াগাড়ী গ্রামের আবদুল জলিল, একই উপজেলা ও একই গ্রামের মিল্টন সোনার, ক্ষেতলাল উপজেলার শাহ আলম, জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের ফারুক হোসেন ও শিবগঞ্জ উপজেলার বিহার সোনারপাড়া গ্রামের মোত্তালেব।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কল-কারখানা ও গভীর-অগভীর নলকূপের বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার চুরি করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে কয়েকটি মিটার ও চুরির সরঞ্জামাদীসহ গ্রেপ্তার করা হয়েছে।

কেএস 

Link copied!