Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভূঞাপুরে ডোবায় মিলল সরকারি ওষুধ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২২, ০৩:৩৬ পিএম


ভূঞাপুরে ডোবায় মিলল সরকারি ওষুধ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা চরাঞ্চল বেষ্টিত গাবসারা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সরকারি ওষুধ মিলল একটি ডোবায় ভিতর। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৭নং ওয়ার্ডের রেহাইগাবসারা এলাকার গাবসারা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ পড়ে থাকতে দেখা যায়।

এলাকাবাসী ও স্থানীয়দের অভিযোগ, ওই ক্লিনিকের স্বাস্থ্যসহকারি মো. নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি ওষুধ রোগীদের না দিয়ে নিয়মিত তিনি ফার্মেসিতে বিক্রি করে থাকেন। এমনকি রোগীদের ওষুধ না দিয়ে মেয়াদ উত্তীর্ণ করে ফেলে দিচ্ছে। তাছাড়া সে নিয়মিত ক্লিনিকেও আসেন না।

এমনিতেও ইউনিয়নটি দুর্গম যমুনা চরাঞ্চলের সাধারণ রোগীরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। উপজেলা শহর থেকে ইউনিয়নটির দূরত্ব ও যাতায়াতের সমস্যার কারণে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এসে সেবা নিতে পারে না এখানকার রোগীরা।

এবিষয়ে ক্লিনিকের স্বাস্থ্যসহকারি নুরুল ইসলাম নুরু জানেন, এ বিষয়ে আমি জড়িত নই। ঘটনা শুনে শুক্রবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আমি ক্লিনিকে গিয়েছিলাম।

গাবসারা ইউপি চেয়ারম্যান মো. শাহআলম আকন্দ শাপলা জানান, আমার এই ইউনিয়নটি চরাঞ্চল বেষ্টিত হওয়ায় এখানকার মানুষ অনেকটাই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। স্থানীয় লোকজন সরকারি ওষুধ ডোবার পড়ে থাকতে দেখে আমাকে খবর দেন। পরে আমি সেগুলো আমি আমার হেফাজতে রেখেছি। পরে বিষয়টি আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করি। যেখানে আমার চরাঞ্চলের মানুষ ওষুধ পায়না, সেখানে সরকারের দেয়া ওষুধ ডোবার পড়ে থাকছে বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

এবিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যকর্মকর্তা ডা. মো. সোবহান হোসেন বলেন, সরকারি ওষুধ উদ্ধারের ঘটনা আমি শুনেছি। এঘটনায় সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএম

Link copied!