Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২২, ০৪:০৬ পিএম


দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোতালেব হোসেন নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার খলিসাকুন্ডি গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।

মোতালেব খলিসাকুন্ডি গ্রামের বাজার পাড়ার মৃত মজির উদ্দিন ছেলে। একজন ভালো ইলেকট্রিশিয়ান‌ হিসেবে এলাকায় তার সুপরিচিত ছিলো। বৈদ্যুতিক ছোট খাটো সমস্যা হলে পল্লী বিদ্যুতের লাইন ম্যানের বিকল্প হিসেবে এলাকার লোকজন তাকে দিয়ে কাজ করাতো। যদিও মোতালেব হোসেন পল্লী বিদ্যুৎ সমিতির তালিকা ভুক্ত ইলেকট্রিশিয়ান ছিলেন না।

স্থানীয়রা জানায়, খলিসাকুন্ডি মাঠপাড়ার স-মিলের পাশে একটি খাম্বায় উঠে বিদ্যুৎ থাকা অবস্থায় কাজ করতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পষ্ট হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১৩নং খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলমত হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএস 

Link copied!