Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

সিরাজদীখানে মুক্তিযোদ্ধা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২২, ০৪:৩০ পিএম


সিরাজদীখানে মুক্তিযোদ্ধা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মুক্তিযোদ্ধা সংসদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিরাজদীখান ও শ্রীনগর উপজেলার যুদ্ধকালীন কমান্ডার আলী আহম্মেদ বাচ্চু।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান বাপ্পির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন-জেলার সাবেক ডেপুটি কমান্ডার একেএম সামসুদ্দিন আহমেদ খায়ের ,জেলা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক মো. শামীম হাওলাদার, মুক্তিযোদ্ধা আমির হোসেন ভান্ডারী, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন প্রফেসর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক শাহ আরিফ, সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন প্রমুখ।

সভায় মুক্তিযোদ্ধা আলী আহমেদ বাচ্চুকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত করার লক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেয় মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

এআই 

Link copied!