Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পূর্ব সুন্দরবনে হরিণ ধরা ফাঁদসহ ট্রলার আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২২, ০৫:৩৫ পিএম


পূর্ব সুন্দরবনে হরিণ ধরা ফাঁদসহ ট্রলার আটক

পূর্ব সুন্দরবনের বগী ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা শুক্রবার দিবাগত রাতে বলেশ্বর নদী থেকে বিপুল পরিমাণ হরিণ ধরা জালের ফাঁদসহ একটি ট্রলার আটক করেছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বগী ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা বলেশ্বর নদীতে টহল কালে সুন্দরবনের চরখালী এলাকায় একটি ট্রলারকে থামাতে সংকেত দেয়। ট্রলার আরোহীরা সংকেত না মেনে ট্রলারের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। এসময় বনরক্ষীরা স্পীডবোট নিয়ে ট্রলারের  পিছু ধাওয়া করে। উপায়ান্তর না পেয়ে আরোহীরা বলেশ্বর নদীর মঠবাড়ীয়ার সাপলেজা পয়েন্টে "এফবি শিবসা‍‍` নামের ট্রলার কিনারে ভিড়িয়ে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। পরে ট্রলারটি বগী ফরেস্ট স্টেশন অফিসে নিয়ে যায় বনরক্ষীরা।

বগী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, আটক ট্রলারটিতে তল্লাশি চালিয়ে হরিণ ধরা ফাঁদ সাদৃশ্য ২ বস্তা জাল ও বিপুল পরিমাণ নাইলনের দড়ি ও ছুড়ি জব্দ করা হয়েছে। এব্যপারে একটি বন মামলা দায়ের করা হবে বলে স্টেশন কর্মকর্তা জানিয়েছেন।

এসএম

Link copied!