Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

তাড়াশে শিশুকে ধর্ষণ চেষ্টা থানায় মামলা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২২, ০৬:৫০ পিএম


তাড়াশে শিশুকে ধর্ষণ চেষ্টা থানায় মামলা

সিরাজগঞ্জের তাড়াশে সাত বছরের শিশুকে চকলেট দেয়ার লোভ দেখিয়ে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালিয়েছে জিহাদুল ইসলাম নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার নওগাঁ ইউনিয়নের হাসানপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম। ঘটনার ন্যায় বিচার চেয়ে শিশুটির বাবা তাড়াশ থানায় মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায় শিশুটির মা শিশুটিকে নিজ বাড়িতে রেখে অন্য বাড়িবে কাজে যায়। সুযোগ বুঝে প্রতিবেশী জিহাদুল ইসলাম (২১) শিশুটিকে চকলেট দেয়ার লোভ দেখিয়ে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় শিশুটির আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে জিহাদুল পালিয়ে যায়।

এ ব্যাপারে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন এবং আসামী জিহাদুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এসএম

Link copied!