নীলফামারী প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২২, ০৭:৩০ পিএম
নীলফামারী প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২২, ০৭:৩০ পিএম
নীলফামারীতে নিখোঁজের ২দিন পর নদী থেকে অহেদ আলী (৫৫) নামে এক রাসায়নিক সার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে চাড়ালকাটা নদী থেকে তার হাত বাধা ও পায়ে ইট ঝুলানো লাশ উদ্ধার করা হয়। তিনি নীলফামারীর চাপড়া ইউনিয়নের বেড়াডাঙ্গা শাহপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, ব্রেন স্ট্রোক হওয়ার কারণে অহেদ আলী ঠিকমত কথা বলতে পারতেন না। বৃহস্পতিবার রাত ১টার সময় তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরদিন তার পরিবারের লোকজন খোঁজাখোঁজি ও মাইকিং করেন। সন্ধান না মেলায় তার ছেলে মানিক মিয়া নীলফামারী সদর থানায় শুক্রবার জিডি করেন। জিডি নং ৯২।
নীলফামারী ও কিশোরগঞ্জের সীমানায় চাড়ালকাটা নদীর পারঘাট নামক স্থানে নৌকার মাঝি লাশের মাথা দেখতে পায়। পরে স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা নদী থেকে রশি দিয়ে হাত-পা বাধা ও পায়ে ইট ঝুলানো লাশ উদ্ধার করে নদীর ধারে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এঘটনায় নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এসএম