Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ব্রাহ্মণপাড়ায় বাবাকে নির্যাতন করায় ছেলে কারাগারে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

সেপ্টেম্বর ৩, ২০২২, ০৭:৩৯ পিএম


ব্রাহ্মণপাড়ায় বাবাকে নির্যাতন করায় ছেলে কারাগারে

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের সন্তান কর্তৃক পিতা প্রহৃত হওয়ার একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণপাড়া থানা পুলিশ 
অভিযুক্ত সন্তানকে শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে তার নিজ বাড়ী থেকে মোঃ আব্দুল মান্নান (৩৫) কে গ্রেপ্তার করে।

জানা যায়, কয়েকদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাবা ছেলের মধ্য বিরোধ চলে আসছিল। ছেলে বৃদ্ধ বাবাকে দিয়ে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে লাঠি দিয়ে বেধরক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, মান্নান তার বাবাকে বাঁশের লাঠি দিয়ে পায়ে মারধর করছে। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা‍‍`র নজরে বিষয়টি আসলে রাতেই অভিযুক্ত আব্দুল মান্নানকে তার নিজ বাড়ী থেকে পুলিশ আটক করে। আটকের পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে পুলিশ। 
থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, পিতাকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছেলেকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কেএস 

Link copied!