Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

তেঁতুলিয়ায় ভারতীয় মদ উদ্ধার

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২২, ০২:১৯ পিএম


তেঁতুলিয়ায় ভারতীয় মদ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভারতীয় পাঁচ বোতল মদ উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের কানকাটা গ্রামের  মো শামীম (৩২)এর বাড়িতে অভিযান চালিয়ে এই ভারতীয় মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায় , শনিবার রাতে বসতবাড়িতে মাদক ক্র‍য় বিক্র‍য় হচ্ছে খবর পেয়ে তেঁতুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় পুলিশের একটি টিম নিয়ে ওই বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীম (৩২) পালিয়ে যায়। এসময় বাড়ির  রান্না ঘর থেকে ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।  

ওসি আবু সাঈদ চৌধুরী  বলেন, শনিবার  রাতে কানকাটা গ্রামে মাদক ক্রয় -বিক্রি হচ্ছে খবর  পাওয়ার পর,সেই তথ্যের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় পুলিশের একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করে।কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীম (৩২) পালিয়ে যায়।

তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মাদের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পালাতক শামীম কানকাটা গ্রামের  মো হাবিবুল্লাহর ছেলে।

এআই 

Link copied!