Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মিঠাপুকুরে ৩৩ কেজি ওজনের ৩টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার

রুবেল হোসাইন সংগ্রাম, মিঠাপুকুর

রুবেল হোসাইন সংগ্রাম, মিঠাপুকুর

সেপ্টেম্বর ৪, ২০২২, ০২:৫২ পিএম


মিঠাপুকুরে ৩৩ কেজি ওজনের ৩টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার

মিঠাপুকুর উপজেলার ০৩ নং-পায়রাবন্দ ইউনিয়নে বেগম রোকেয়ার স্মৃতি বিজড়িত বেগম রোকেয়ার পারিবারিক পায়রাবন্দ জামে মসজিদ পুনঃনির্মাণের সময় তিনটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়েছে।

ধাতব প্রকৃতির এ বস্তুগুলোর ওজন প্রায় ৩৩ কেজি। পুলিশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করেছেন বলে জানিয়েছে মিঠাপুকুর থানা পুলিশ।

স্হানীয়রা জানান, গত ২৯ আগস্ট সোমবার জেলা প্রশাসক আসিব আহসান বেগম রোকেয়া পারিবারিক পায়রাবন্দ জামে মসজিদ পূনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন।

এরই ধারাবাহিকতায় নির্মান শ্রমিকরা মসজিদের খননকাজসহ ঢালাই করে আসছিলেন। খননকাজ চলাকালে তিনটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পায় শ্রমিকরা। প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো পাওয়ার বিষয়টি গোপন করে রেখেছিলেন নির্মাণ শ্রমিকরা।

৩ সেপ্টেম্বর শনিবার প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন এবং শতশত উৎসুক জনতা তা দেখতে চলে আসেন।

পরে মিঠাপুকুর থানা পুলিশ সেগুলো উব্ধার করে, যার ওজন প্রায় ৩৩ কেজি বলে জানিয়েছে পুলিশ।

০৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের আনসার ভিডিপি কমান্ডার গিয়াস উদ্দিন জানান, এসব বেগম রোকেয়ার বাপ দাদার জমিদারি কাজের সময়ের সম্পদ।

তাই আমরা চাই এসব পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হউক। যাতে নতুন প্রজন্ম বেগম রোকেয়া সম্পর্কে জানতে পারে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান আমার সংবাদকে জানান, খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ এসব উব্ধার করে রংপুর জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেছে। এসব কি তা এখনো জানা সম্ভব হয়নি।

এআই

Link copied!