Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হাতিয়ায় ডিজেল ও পামওয়েল জব্দ

হাতিয়া উপজেলা প্রতিনিধি

হাতিয়া উপজেলা প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২২, ০৪:৪৯ পিএম


হাতিয়ায় ডিজেল ও পামওয়েল জব্দ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৮০০ লিটার চোরাই ডিজেল ও ৪০ লিটার চোরাই পামওয়েল জব্দ করেছে কোস্টগার্ড। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ তেল পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টায় উপজেলার নলচিরা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড জানায়, অবৈধভাবে ডিজেল ও পামওয়েল পাচার হচ্ছে এমন সংবাদে ভিত্তিতে রোববার ভোর ৬টায় হাতিয়া উপজেলার নলচিরা ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন হাতিয়ার একটি দল। এসময় ৮০০ লিটার চোরাই ডিজেল ও ৪০০ লিটার চোরাই পামওয়েল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় অবৈধ ডিজেল ও পামওয়েল ব্যবসায়ী। জব্দকৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।

এসএম

Link copied!