Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সিরাজদীখানে ৪৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সিরাজদীখান প্রতিনিধি

সিরাজদীখান প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২২, ০৭:১৮ পিএম


সিরাজদীখানে ৪৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ৪৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলার বয়রাগাদী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ২০২১-২০২২ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ৪৫ জন দরিদ্র নারীর মাঝে রোববার দুপুর ১ টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র নারীদের স্বাবলম্বী করার লক্ষে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

বয়রাগাদী ইউপির চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর।

আরো উপস্থিত ছিলেন-ইউপির সচিব মো.সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আনোয়ার হোসেন, শেফালী বেগম, পারুল বেগম,তন্ময় ইসলাম স্বপন, মো. হান্নান মোল্লা, মো. ইয়াছিন শেখ, ওমর ফারুক তালুকদার, মো. জামাল উদ্দিন, মো. সোহাগ মৃধা, ছালমা বেগম প্রমুখ।

এআই
 

Link copied!