Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মানিকছড়িতে চার ভিক্ষুকের মাঝে গরু বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২২, ০৭:৪২ পিএম


মানিকছড়িতে চার ভিক্ষুকের মাঝে গরু বিতরণ

‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম কর্মসূচীর আওতায়’ মানিকছড়ি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এককালীন অনুদান হিসেবে উপজেলার চারজন ভিক্ষুকের মাঝে গরু হস্তান্তর করা হয়।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার চার ইউনিয়ন থেকে একজন করে মোট চারজনের মাঝে গরু বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী ও সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন। এ সময় মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, তিনটহরী ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মো. মনির হোসেন, ফিল্ড সুপারভাইজার আব্দুল মান্নানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা হলেন, ১নং মানিকছড়ি ইউনিয়নের মো. হারুন মিয়া, ২নং বাটনাতলী ইউনিয়নের মো. কালা মিয়া, ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ফজর ভানু ও ৪নং ইউনিয়নের মো. শাহাব উদ্দীন।

এসএম

Link copied!