Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

তাড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২২, ০৭:৪২ পিএম


তাড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে মো. দুলাল মিয়া (৪০) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে বাড়ির পিছনের বন্দে ধান রোপণের জন্য নিজের জমি প্রস্তুত করছিলেন কৃষক দুলাল মিয়া।

দুপুর সাড়ে ১২টার দিকে প্রচন্ড ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এলাকাবাসীর ধারণা আচমকা বজ্রপাতে হয়তো ঘটনাস্থলেই মৃত্যু হয় চার সন্তানের জনক দুলাল মিয়ার। বৃষ্টি থামার পর দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে আত্মীয়স্বজনরা তাকে মৃত অবস্থায় বন্দে থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

কেএস 

Link copied!